100% সমাধান : Android ফোনে যারা গুগল অ্যাকাউন্ট যুক্ত/প্লে-স্টোরে প্রবেশ করতে পারছেন না
প্রকাশিত হয়েছে : 1 বছর আগে :: 3 April, 2014 on 11:53 pm | 1,319 বার দেখা হয়েছে | 14
Ads by Techtunes - tAds
সম্প্রতি যারা রুট করা অ্যান্ড্রয়েড ফোন ব্যববহার করছেন তারা হয়ত অনেকে একটা সমস্যার সম্মুখিন হচ্ছেন আর তা হয় গুগল অ্যাকাউন্ট যুক্ত করতে না পারা,প্লে স্টোরে প্রবেশ না করতে পারা। এই রকম টা হতে পারে অসর্তকতার জন্য যেকোন রুট পারমিশন ভিত্তিক অ্যাপস ব্যবহারের ফলে। যারা সমস্যাটি ভোগ করছেন বা করছেন না জেনে রাখুন বিপদে কাজে দিবে।
সমাধান :
১. Root explorer অ্যাপস দিয়ে আপনার রুট ডিরেক্টোরিতে প্রবেশ করুন এবং etc folder হয়ে hosts file খুলুন ( /etc/hosts)
২. hosts ফাইলে কিছু করার পূর্বে ব্যাকআপন নিয়ে রাখুন।
৩. host file টি খুলে 127.0.0.1 localhost লাইনটি ব্যতীত সব লাইন গুলো ডিলিট করে ফাইলটি সেভ করুন। ব্যাস সমাধান এখন আপনি প্লে-স্টোর সহ গুগলের অ্যাকাউন্ট ফোনে যুক্ত করতে পারবেন।
কোন প্রকার সমস্যা হলে মন্তব্য করুন।
Comments
Post a Comment