Slow কম্পিউটার করে নিন Fast [পর্ব-০১] :: কম্পিউটারের স্পীড বাড়ানোর জন্য যে যে ফর্মুলা এপ্লাই করা যায়।


সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই।  ভালো থাকেন এটাই আশা করি সবসময়।
আজ আমি গুরুত্বপূর্ণ একটি টিউন করব এবং পর্যায়ক্রমে এটি চলতে থাকবে।  আজ তাই প্রথম পর্ব দিয়ে শুরু করলাম।  আমরা  কম্পিউটার এ বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কাজ করে থাকি, আর কাজ করতে গিয়ে নানা সমস্সায় পড়তে হয়।  সমাধান করতে গিয়ে বিপাকেও পড়তে হয়, কখনো অপারেটিং সিস্টেম এর সমসসা, কখনো ডিভাইস এর সমসসা, কখনো অনেক অদ্ভুত সমসসা।  নানা সমসার সমাধান দিতে  আমি এ টিউন নিয়ে হাজির হয়েছি।
  আশা করি আপনাদের ভালো লাগবে।  প্রথমেই আমি কম্পিউটার স্লো হয়ে গেলে দ্রুত করার কয়েকটি সমাধান নিয়ে আলোচনা করব।  এতে কাজের গতি বৃদ্ধি পাবে, অহেতুক ঝামেলা নিয়ে অতিরিক্ত  টেনসন করতে হবে না।
আমরা অনেকে এক্সপি, ২০০০, সেভেন  কিংবা  এইট  ইউস করি,  আবার কিছু অফিস আদালতে এখনো ৯৮ ইউস করতে দেখা যায়।  আমরা কতটুকু ডিজিটাল হতে পেরেছি এটা দেখে মনে প্রশ্ন জেগে যায়।  যাইহোক, যা বলছিলাম, সকল অপারেটিং সিস্টেমে সমসার টাইটেল একই হলেও সমাধানের প্রকার একটু ভিন্ন।  তবুও সমাধান এর পদ্ধতি খুব কাছাকাছি, আমরা ধারাবাহিকভাবে এ বিষয়ে আলোচনা করব। আসুন দেখে নেই স্পীড বাড়ানোর জন্য কোন কোন ফর্মুলা এপ্লাই করা যেতে পারে।

প্রথমে মাই কম্পিউটার  এর প্রপার্টিস এ যান।

তারপর  এডভান্স অপশন সিলেক্ট  করুন।

পারফরমেনস অপশনস এর থার্ড অপশন এডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স সিলেক্ট করে ok  করি।

তারপর ডেস্কটপ এ  right বাটন ক্লিক করে প্রপার্টিস এ গিয়ে থিমস এ Windows ক্লাসিক সেট করে নিন, তারপর ok করুন। কাজটি ok করার পর স্ক্রিন সেভারও অফ করে রাখুন। এর ফলে আপনার কম্পিউটার এর গ্রাফিক্স এফেক্ট  অফ হয়ে যাবে, রেম এর উপর চাপ কম হবে, যার ফলে আগের চেয়ে বেশি স্পীড পাবেন।

ভার্চুয়াল মেমরি বাড়িয়ে নিন :

প্রথমে মাই কম্পিউটার  এর প্রপার্টিস গিয়ে  এডভান্স অপশন সিলেক্ট  করুন, পারফরমেন্স অপশন এর  সেটিং এ ক্লিক করে আবার advance এ ক্লিক করুন।   পারফরমেন্স অপশন এর ভার্চুয়াল  মেমরি এর change অপশন এ ক্লিক করুন।
এখানে কাস্টম সাইজ এ আপনার রেম এর মেমরির দিগুন সাইজ সেট করুন ইনিশিয়াল সাইজ এ, আর  তার ডাবল সাইজ সেট করুন  মাক্সিমাম সাইজ এ, তারপর ok করে রিস্টার্ট চাইলে রিস্টার্ট দিন।

অতিরিক্ত সকল ফাইল রিমুভ করুন:

স্টার্ট মেনুতে ক্লিক করে রান এ ক্লিক করুন, তারপর লিখুন "prefetch" এন্টার দিন, সকল ফাইল মুছে ফেলুন।

একইভাবে  temp  %temp% cookies  inf  লিখে একে একে এন্টার দিয়ে সব ফাইল মুছে ফেলুন।




এখন দেখুন  আপনার কম্পিউটার আগের চেয়ে দ্রুত গতির হয়েছে।  চলবে ...

Comments

Popular posts from this blog

গ্রাফিক্স ডিজাইনিং এবং Super Photo এডিটিং VFX, Website ডিজাইনিং এর সেরা সফটওয়্যার Corel DRAW Graphics Suite X7 ফুল ভার্সন + Keygen ডাউনলোড করুন

অসাধারণ একটি Point Of Sale সফটওয়্যার শুধু মাত্র ব্যবসায়ী ভাই দের জন্য

PSC- Primary Scholarship Result 2014- 2015 ১৫ মার্চ রোববার : ফলাফল দেখার উপায় সমূহ এখানে