Software চালিয়ে ভিডিও এডিট করতে পারাটাই ভিডিও এডিটিং নয়। ভিডিও এডিটরকে কেমন হওয়া উচিত ?
Software চালিয়ে ভিডিও এডিট করতে জানলেই কেউ ভিডিও এডিটর হয় না ।।
আমাদের মধ্যে একটি ভূল ধারনা আছে সেটা হলো আমরা মনে করি কোন একটি ভাল
Software দিয়ে ভিডিও কেটে ছেটে একটা কিছু বানাতে পারলেই সে ভিডিও এডিটর ।
আসলে ধারনাটা সম্পূর্ন ভূল । একটা Software চালাতে পারাযায় বেশ কিছুদিন সেই
Software টি নিয়ে ঘাটাঘাটি করলে । অনেকটা আয়ত্ব হয়ে যায় যেকোন Software
কদিন দেখলে । কিন্তু Software দিয়ে Video Edit করলেই আমরা সবাই জানি তারা
হচ্ছে Video Editor.
কিন্তু আমার কথা কেমন যেন একটু নতুন মনে হলো।
হ্যাঁ নতুন মনে হওয়ারি কথা। কারন এমনটি কখনও ভাবেননি। আসুন আমরা একটু
আলোচনা করি যে একজন ভিডিও এডিটরের কেমন হওয়া উচিৎ ? তার কি কি বিষয় জানা
উচিৎ, কি কি বিষয় তাকে পারতে হয়।
একজন ভিডিও এডিটরের Shot সম্পর্কে ধারনা থাকা প্রয়োজন। কোনটা কি Shot সেটা জানা খুবই প্রয়োজন।
কোন Shot এর সাথে কোন Shot যায় ? Shot এর অনেক Grammar Rules রয়েছে এগুলো সম্পর্কে জানা।
Camera সম্পর্কে ধারনা থাকা প্রয়োজন, কি Camera তে কেমন Resolution সেটা সম্পর্কে জানা প্রয়োজন।
ভিডিও এডিটরের Camera Leans সম্পর্কে ধারনা থাকা প্রয়োজন। কোন Leans এ কেমন Footage ধারন করা হয় সেটা সম্পর্কে জানা প্রয়োজন।
Sequence এর ব্যপারে ধারনা থাকা প্রয়োজন।
ভিডিওর Light সম্পর্কে ধারনা থাকা প্রয়োজন। প্রতিটি Shot এর Light Matching এই সম্পর্কে ধারনা থাকা প্রয়োজন।
একজন ভিডিও এডিটরকে Creative হতে হয়। যে যত বেশী Creative তার মূল্য তত বেশি।
Music Beat Sense থাকা, এটা অনেকেই বোঝেনা এটা হলো একটা Music বা গান থেকে তার তাল টা খুজে বের করে মনের মধ্যে গেথে নেওয়া । এতে করে Music Video Edit করতে তারা গানের তালটা ভাল ধরতে পারে।
ভাল Color Correction করতে জানতে হয় Color Correction ভিডিও এডিটিং এর অনেক গুরুত্ব অংশ।
Music Editing করা জানতে হবে আপনাকে। যদি ভাল ভিডিও এডিটর হতে চায় কেউ।
ভাল অভিনয় বুঝা বা Acting বোঝাটাও একজন ভিডিও এডিটরের জন্যে প্রয়োজন।
Video Editing এর বিভিন্ন Effect এরং plugins নিয়ে ঘাটা ঘাটি করা।
Video Properties, Format এর প্রতি সম্পর্কে খুব ভাল ধারনা থাকা।
বিভিন্ন Software সম্পর্কে জানা এবং এসব নিয়ে চর্চা করা।
প্রধান Editing Software ছাড়াও আরো ৩/৪ টা Software দিয়ে শিখেরাখা।
Comments
Post a Comment