গ্রামীণফোন এ নিয়ে নিন মাত্র ৫৭ টাকায় ১মাস আনলিমিটেড ইন্টারনেট প্যাক!

সবাইকে সালাম।
আশা করি আপনারা সবাই ভালো আছেন।
অনেকদিন পর জিপি মামু চরম একটি অফার নিয়ে এসেছে।
জিপি মামু খুব খারাপ কিন্তু মাঝে মাঝে খুব ভালো হয়ে যায়।
যেমন এখন একটি ধারুন অফার দিল।

এই অফার আপনারা সবাই পেতে পারেন। আমার ২ টা সিম এ পেয়েছি।
এই প্যাকেজ এ আপনি রাত ১২ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
২জিবি ব্যবহার করা যাবে ১ এম্বি পি এস স্পিড এ।
এই অফার শুধু বন্ধু প্যাকেজ এর জন্য।
এখন ৫৭ টাকায় পাচ্ছেন ১মাস নাইট আনলিমিটেড ইন্টারনেট প্যাক।
মোবাইলে ৫৭ টাকা রেখে ডায়াল করুন *৫০০*৩#
ফিরতি মেসেজ এ যদি নিচের মতো ছবি দেখেন তাহলে পাবেন।
আমি নিজে পেয়েছি।
তাই আপনি তাড়াতাড়ি কিনে ফেলুন।
বলা তোঁ যায় না জিপি মামু আবার কখন এটা অফ করে দিয়ে বলবে আমাদের এইরকম কনো অফার নাই!
কেনা হয়ে গেলে আরামসে বাঁশ দিতে থাকুন।
এইরকম টিউন পেতে আমার ব্লগে ভিসিট করতে পারেন।

Comments

Popular posts from this blog

অসাধারণ একটি Point Of Sale সফটওয়্যার শুধু মাত্র ব্যবসায়ী ভাই দের জন্য

গ্রাফিক্স ডিজাইনিং এবং Super Photo এডিটিং VFX, Website ডিজাইনিং এর সেরা সফটওয়্যার Corel DRAW Graphics Suite X7 ফুল ভার্সন + Keygen ডাউনলোড করুন

নাম ছারা ফেসবুক Account খুলে হয়ে জান ফেসবুক ভূত! ( video টিউন )