Slow কম্পিউটার করে নিন Fast

কম্পিউটার এ কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি, যেমন মাঝে মাঝে কাজ করতে করতে হঠাত মনে হয় এই বুঝি কমে গেল কম্পিউটার এর স্পিড। এই বুঝি হ্যাং হয়ে গেল, মাথায় রাগ উঠে যায়, দিয়ে দেই রিস্টার্ট এর বাটনে চাপ, হ্যাং হবার যন্ত্রণা কিংবা স্লো হবার বিরক্তিকর অবস্থা কারোরই কাম্য নয় । যাইহোক, এসব বিষয়ে কিছু টিপস দেয়ার চেষ্টা করব । 
কম্পিউটার হ্যাং হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করা উচিত, অন্তত ৫ মিনিট, তারপর ctrl+alt+del দিয়ে চেষ্টা করা উচিত  চলমান প্রোগ্রামগুলো অফ করা, তাতেও কাজ না হলে রি-স্টার্ট দেয়াই শ্রেয়  । 
কম্পিউটার হ্যাং এবং স্লো হবার সমস্যা থেকে বাচার জন্য  নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুন, পাশাপাশি আমার পূর্বের টিউন গুলোও দেখে আসতে পারেন...
প্রথমে সাভাবিক অবস্থায় আপনার কম্পিউটার এর কন্ট্রোল প্যানেল এ যান ...



তারপর এড রিমুভ প্রোগ্রাম এ গিয়ে অপ্রয়োজনীয় সফটওয়ার থাকলে সব রিমুভ করে দিন ...


এবার যান সিস্টেম এ ...


সিস্টেম এ গিয়ে এডভান্স অপশন এ যান ... নিচে এরর রিপোর্টিং এ ক্লিক করে ডিজেবল করে ওকে করুন ...


আর এডভান্স অপশন থেকে ভার্চুয়াল মেমরি বাড়িয়ে নিন এবং গ্রাফিকাল অপশনগুলো  অফ করে দিন । কিভাবে করবে তা নিয়ে পূর্বের টিউন এ আলোচনা হয়েছে।

পেন ড্রাইভ স্ক্যান না করে কম্পিউটার এ লাগিয়ে কাজ করা উচিত নয়, আপনার পিসিতে পেন ড্রাইভ লাগালেই তা অটোরান হয়ে যায়, ফলে খুব সহজেই ভাইরাস ছড়ানোর আশংকা থেকে যায়। তাই অটোরান বন্ধ করার জন্য আমরা নিচের কাজ টি করব।

প্রথমে রান এ যান কিংবা উইনডোজ লোগো কি + R  প্রেস করে তাতে লিখুন gpedit.msc  এন্টার দিন ...



এখান থেকে একটি গ্রুপ পলিসি ওপেন হবে, এখানে লোকাল কম্পিউটার পলিসি থেকে কম্পিউটার কনফিগারেশন, এডমিনিস্ট্রেটিভ এর অধীনে সিস্টেম এ ক্লিক করুন ...

ডান পাশে সকল অপশন গুলো শো করবে ... এখান থেকে টার্ন অফ অটো  প্লে অপশন এর প্রপার্টিজ এ যান ...

টার্ন অফ অটো প্লে প্রপার্টিজ এ  টার্ন অফ অটো প্লে Enabled এ ক্লিক করে টার্ন অফ অটো  প্লে অন এ all drives সিলেক্ট করে ওকে করুন । 
এবার আবার একইভাবে রান এ যান কিংবা উইনডোজ লোগো কি + R  প্রেস করে তাতে লিখুন msconfig  লিখে  এন্টার দিন ...
এখান থেকে অন নেসেসারি অপশন গুলো ডিজেবল করে ওকে করে দিন ... এসব প্রোগ্রাম রান হয়ে থাকলে আপনার কম্পিউটার এমনিতেই স্লো হয়ে থাকবে ...

এ কাজগুলো উইনডোজ সেভেন এর ক্ষেত্রেও একই রকম, আমি আপাতত উইনডোজ এক্সপির স্ক্রিন শট দিলাম ...
আপনি হয়ত কাজের চাপে ভুলে গেছেন অতিরিক্ত ফাইলগুলো ডিলিট করতে ... তবে এখন আর একটি একটি করে ফোল্ডার ওপেন করে ফাইল মুছতে হবেনা, একটি সফটওয়ার এর মাধ্যমেই মুছে ফেলুন একসাথে ওপেন করা অপ্রয়োজনীয় সব ফোল্ডার এর ফাইল ...

এ লিঙ্কে ক্লিক করে সফটওয়ারটি ডাউনলোড করে নিন, আর ওপেন করে সকল ফাইল গুলো মুছে ফেলুন ...


আরো কিছু টিপস :
১। অনেক দিন যাবত অপারেটিং সিস্টেম ইনস্টল না দিয়ে থাকলে নতুন করে অপারেটিং সিস্টেম সেট আপ করুন ... আপনার পিসির স্পিড আগের চেয়ে অনেক বাড়বে ।
২। এন্টিভাইরাস নিয়মিত আপডেট রাখুন, আর এক কম্পিউটার এ কখনো ২টি এন্টিভাইরাস ইনস্টল করবেননা । 
৩।  ৬ মাসে অন্তত একবার আপনার কম্পিউটার খুলে পরিস্কার করুন, এতে আপনার কম্পিউটার এর রেম ও পাওয়ার সাপ্লাই ইউনিট ভালো থাকবে এবং অন্যান্য ডিভাইস নষ্ট হওয়ারও ঝুকি থাকবেনা ।
৪।  প্রতি সপ্তাহে আপনার কম্পিউটার এর জমে থাকা অতিরিক্ত ফাইল মুছে ফেলুন।
৫। উইনডোজ লোগো কি + R প্রেস করে recent, cookies লিখেও ফাইলগুলো মুছে ফেলুন ।
৬। অপ্রয়োজনীয় বা অপরিচিত কোনো ওয়েবসাইট  এ সাইনআপ করবেননা ।
 আরো কিছু টিপস এবং নতুন কিছু নিয়ে পরবর্তিতে হাজির হব ।
সবাইকে ধন্যবাদ । সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো ।

Comments

Popular posts from this blog

গ্রাফিক্স ডিজাইনিং এবং Super Photo এডিটিং VFX, Website ডিজাইনিং এর সেরা সফটওয়্যার Corel DRAW Graphics Suite X7 ফুল ভার্সন + Keygen ডাউনলোড করুন

অসাধারণ একটি Point Of Sale সফটওয়্যার শুধু মাত্র ব্যবসায়ী ভাই দের জন্য

PSC- Primary Scholarship Result 2014- 2015 ১৫ মার্চ রোববার : ফলাফল দেখার উপায় সমূহ এখানে