PSC- Primary Scholarship Result 2014- 2015 ১৫ মার্চ রোববার : ফলাফল দেখার উপায় সমূহ এখানে
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ করা হবে আগামী ১৫ মার্চ রোববার। ২০১৪ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষা সমাপনীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে বৃত্তির ফল ঘোষণা করা হবে।
ওই দিন দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সচিবালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বৃত্তির ফল ঘোষণা করবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর এ তথ্য জানান।
এ বছর সারাদেশের ৫৫ হাজার শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পেতে যাচ্ছে। এর মধ্যে ২২ হাজার ট্যালেন্টপুল ও ৩৩ হাজার শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে। ২০১৩ সালের প্রাথমিক সমাপনীতে মোট বৃত্তি পেয়েছিল ৫৪ হাজার ৪১২ জন ছাত্রছাত্রী। ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী প্রতিমাসে ২০০ টাকা করে প্রতি বছর ২ হাজার ৪০০ টাকা পাবে ও সাধারণ কোটায় প্রতিমাসে ১৫০ টাকা করে প্রতি বছর এক হাজার ৮০০ টাকা পাবে । প্রাথমিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির মেয়াদ ৩ বছর ।
সর্বশেষ ২০১৪ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৬ লাখ ২৮ হাজার ৮৩ জন শিক্ষার্থী পাস করে, জিপিএ-৫ পায় দুই লাখ ২৪ হাজার ৪১১ জন।
মোবাইলে SMS এরমাধ্যমে PSC- Primary Scholarship Result 2015- 2016 জানার নিয়মঃ
DPE <Space> Thana Code < Space> Roll No < Space> Passing Year লিখে ১৬২২২ নম্বরে মেসেজ দিয়ে ফল জানা যাবে ।
অনলাইনে PSC- Primary Scholarship Result 2015- 2016 পাওয়ার নিয়মঃ
সংবাদ সম্মেলনের পরই dperesult.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ফলাফল পাওয়া যাবে।
Comments
Post a Comment