নিয়ে নিন ফেসবুক এবং অন্যান্য সাইট ব্রাউজারে চালু করার সময় SSL Error অথবা সিকিউরিটি সাটিফিকেট সমস্যার সমাধান

বিসমিল্লাহির রাহ মানির রাহিম- অনেক দিন পর প্রিয় টেকটিউনসে টিউন করতে বসলাম। আসলে আগের মত এখন আর লেখালেখি করা হয়না কারণ যা কিছু খুজি তা গুগলে সার্চ দিয়ে পেয়ে যায়। আর কোন একটি জিনিস পাওয়ার পরে আর কোথাও শেয়ার করার ইচ্ছা হয় না বা কোথাও লিখতেও ইচ্ছা হয়না। আজকে একেবারে বাধ্য হয়ে লেখাটা শুরু করলাম। যাক কথা না বাড়িয়ে শুরু করা যাক।
অনেক সময় জনপ্রিয় ওয়েব সাইট গুলো চালু করা করার সময় HTTPS (Hypertext Transfer Protocol Secure) দিয়ে অপেন করতে হয় যেমনফেসবুকগুগলটুইটার ইত্যাদি। সাইট গুলো চালু করার সময় পিসির  বিশেষ করে মজিলা, গুগল ক্রোম  সাইট ব্রা্উজারে এরোর দেখায় বা ট্রাস্ট সার্টিফিকেট চাই !

আমরা বুঝতে পারিনা এই সার্টিফিকেট কেন চাই ! এখন আমি আপনাদেরকে প্রবলেমটা কি তা নিয়ে ছোট একটা সমাধান দিব। এই সমাধানটা আমিও ট্রাই করেছি এবং কাজেও লেগেছে। আশা করি আপনারাও ঐ ধরনের সমস্যা থেকেও মুক্তি পাবেন। আগে ছবি আকারে সমস্যা গুলো দেখে নিই...
গুগল ক্রোম ব্রাউজার সমস্যা:
গুগল ক্রোমতে অনেক সময় নিন্মের ছবির মত দেখায় আবার অনেক সময় https:// অপশনটা একটা লাল ক্রস দিয়ে কাটা থাকে।
মজিলা ফায়ার ফক্স সমস্যা :
মজিলা ফায়ার ফক্সে নিন্মের ছবির মত আসে বা অনেক সময় ট্রাস্ট সার্টিফিকেট নেওয়ার জন্য বলে। সার্টিফিকেট নেওয়ার পরে ঐ সাইটে ঢুকতে পারে।
অথবা ফেসবুক অপেন করতে গেলে নিম্নের মত হয়ে যায়...
ইন্টারনেট এক্সপ্লোরার সমস্যা :
ফেসবুক অপেন করতে গেলে নিন্মের ছবির মত হয়ে যায় বা সাইট অর্ধেক লোড হয়ে আর হয়না।
বা
অপেরা মিনি সমস্যা :
অপেরা মিনিতেও নিন্মের ছবির মত লেখা আসে।

সমস্যার কারণ:

আসলে এই সমস্যাটা বেশির ভাগ সময় হয়ে থাকে আপনার পিসির তারিখ এবং সময় ঠিক না থাকার কারণে। এই কথাটা খুব হাস্যকর হলেও বাস্তব সত্য। আপনার পিসির যদি তারিখ এবং সময় যদি ঠিক না থাকে তাহলে আপনি এই সমস্যায় পরবেনই।  আমরা অনেক সময় উইন্ডোজ দেওয়ার সময় বা কম্পিউটারের কোন হার্ডওয়্যার পরিবর্তন করার সময় আমাদের পিসির তারিখ এবং টাইমটা চেন্জ হয়ে যায়। যার কারণে আমাদের নিম্নের সমস্যাটায় পরতে হয়।

সমস্যার সমাধান :

আপনি খুব সাধারণ কাজের মাধ্যমে আপনার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। শুধু নিচের দেখানো ছবির মতে আপনার টাইম এবং তারিখ ঠিক করে নিলেই হবে....
১. আপনার পিসির টাস্কবারের নটিফিকেশন এরিয়াতে গিয়ে আপনার মাউসের ডান বাটন ক্লিক করুন এবং Adjust date/time অপশনে যান..
২. আপনার পিসির Date and Time বার অপেন হবে। তারপর Change date and time গিয়ে আপনার পিসির টাইম ঠিক করুন। এখন আপনার ব্রাউজার টেস্ট করে দেখুন আপনার আর উপরিউক্ত বিরক্তিকর মেসেজ গুলো আসবেনা।
ভাল থাকবেন, যদি আল্লাহর রহমতে বেচেঁ থাকি তাহলে অন্য কোন টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ...

Comments

Popular posts from this blog

গ্রাফিক্স ডিজাইনিং এবং Super Photo এডিটিং VFX, Website ডিজাইনিং এর সেরা সফটওয়্যার Corel DRAW Graphics Suite X7 ফুল ভার্সন + Keygen ডাউনলোড করুন

অসাধারণ একটি Point Of Sale সফটওয়্যার শুধু মাত্র ব্যবসায়ী ভাই দের জন্য

PSC- Primary Scholarship Result 2014- 2015 ১৫ মার্চ রোববার : ফলাফল দেখার উপায় সমূহ এখানে