রুট করুন আপনার প্রিয় Walton Primo GF(GirlFriend) আর বাড়িয়ে নিন র‍্যাম(Download Link Fixed)

Walton আমাদের কম দামে অনেক ভাল পারফরম্যান্সের ফোন উপহার দিচ্ছে । এই কিছু দিন আগে walton বাজারে আনল GF . Quad core এবং 512mb র‍্যাম ।
কিন্তু Quad core  এর মজা 512mb র‍্যামে পাওয়া যাবে না । সমাধান হলো রুট করে র‍্যাম বাড়িয়ে নেয়া ।
প্রথমে app টি ডাউনলোড করে নিন ।

এরপর app টি ইন্সটল করে ছবিতে দেখানো স্থানে ক্লিক করুনআপনার মোবাইল রিবুট করুন । এখন আপনার মোবাইল রুটেড ।
এখন আমরা র‍্যাম বাড়াবো । এজন্য দরকার হবে Class 10 বা class 6 মেমোরি কার্ড । প্রথমে Busybox ইন্সটল করুন । না থাকলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন ।
নিচের লিঙ্ক থেকে app টি ডাউনলোড করুন ।
ইনস্টল করে ওপেন করুন ।
app টির হোমপেজ এমন দেখাবে । ফোনের মেনু বাটন চাপুন এবং Seclect SWAPDIR চাপুন । নিচের মত আসবে
SwAP ফাইল এর ডিরেক্টরি সিলেক্ট করুন । আমি পরামর্শ দিব ফোন মেমরি সিলেক্ট করতে । এখন Optimal Value চাপুন । এতে অটোমেটেক সব সিলেক্ট হবে । এখন Swap Active চাপুন । Swap ফাইল Create  হবে । কাজ শেষ । আপনি যদি চান ফোন অন হতেই অটোমেটিক চালু হতে তবে autorun সিলেক্ট করুন ।
এখন সব HD গেম খেলুন আরামে । ধন্যবাদ সবাইকে ।
আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী ডাউনলোড লিঙ্কে সমস্যার কারনে । লিঙ্ক ফিক্স করা হয়েছে ।

Comments

Popular posts from this blog

অসাধারণ একটি Point Of Sale সফটওয়্যার শুধু মাত্র ব্যবসায়ী ভাই দের জন্য

গ্রাফিক্স ডিজাইনিং এবং Super Photo এডিটিং VFX, Website ডিজাইনিং এর সেরা সফটওয়্যার Corel DRAW Graphics Suite X7 ফুল ভার্সন + Keygen ডাউনলোড করুন

নাম ছারা ফেসবুক Account খুলে হয়ে জান ফেসবুক ভূত! ( video টিউন )